শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে গাড়ি ভাঙচুর চালিয়েছে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের লাঠিচার্জ করে সচিবালয় থেকে বের করে দেয়।
এরপর সচিবালয়ের বাইরে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যও শিক্ষার্থীদের ছোড়া ঢিলে আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়েন। তারা ভেতরে ঢুকে ৭ নম্বর ভবনের পেছন দিয়ে পূর্বদিকে যেতে থাকেন। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা তাদের বাধা দিয়ে আটকাতে পারেননি।
হুড়োহুড়ি করে সচিবালয় থেকে বের হতে গিয়ে শিক্ষার্থীদের অনেকেরই জুতা খুলে যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চত্বরে প্রবেশের গেট ও ৭ নম্বর ভবনের দক্ষিণ পাশে অনেক জুতা পড়ে থাকতে দেখা গেছে।
শিক্ষার্থীরা সচিবালয় থেকে বের হয়ে এক নম্বর গেটে অবস্থানকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। এতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য আহত হন।
শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। এছাড়া ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেন। শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে সচিবালয়ের ভেতর এবং বাইরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনী সতর্ক অবস্থান নেয়।