সহিংসতায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক কাল
নিজস্ব প্রতিবেদক :
July 29, 2024
বাংলাদেশে মুক্তিযোদ্ধা সরকারি চাকরিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতদের স্মরণে আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে সরকার।
সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদের বৈঠকের বিষয়ে জানান সচিব মো. মাহবুব হোসেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কোটাবিরোধী আন্দোলন নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেখানে (মন্ত্রিসভা বৈঠক) স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল। অনান্য মন্ত্রীরাও তাদের তরফ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন। সেখানে সেসব তথ্য পর্যালোচনা করে মন্ত্রিসভা দুটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। একটি হলো এই আন্দোলনের ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ। সেই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটি করা হয়েছে, সেটি আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে।’
মাহবুব হোসেন আরও বলেন, ‘শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাচ ধারণ করা হবে। মসজিদে দোয়া, মন্দির-গির্জা-প্যাগোড়ায় প্রার্থনা করা হবে।’
সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে শুরু হয় আন্দোলন। ১৫ জুলাই এসে তা সহিংসতায় রূপ নেয়। ১৬ জুলাই ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে আন্দোলনের মধ্যে সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটে। এরপর সারাদেশে ছড়িয়ে পড়ে আন্দোলন, সহিংসতায় বাড়তে থাকে প্রাণহানি। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হলেও স্বরাষ্ট্রমন্ত্রী এই সংখ্যা ১৪৭ বলে জানান। থমথমে অবস্থার মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারফিউ জারি করে সেনা মোতায়েন করে সরকার।
উদ্ভূত পরিস্থিতির জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে সরকার বলছে, এসব সহিংসতা ও প্রাণহানির জন্য এসব দল দায়ী। সরকারের পতন ঘটনোর টার্গেট নিয়ে তারা এমন সহিংসতা করেছে। তবে সরকারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে বিএনপি বলেছে, শিক্ষার্থীদের দাবির প্রতি নৈতিক সমর্থন থাকলেও কোনো সহিংসতার ঘটনায় তারা জড়িত নয়।
Share This