মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২ এর গ্র্যান্ড ফিনালে ১১ নভেম্বর.
বিশেষ সংবাদদাতা
November 10, 2022
বাংলাদেশে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বি বি বি - মিসেস ইউনিভার্স বাংলাদেশ-২০২২।প্রায় আট হাজার প্রতিযোগী রেজিষ্ট্রিশেন করে এই প্রতিযোগিতায়। সেখান থেকে বাছাই করে পাচ শতাধিক প্রতিযোগীকে নিয়ে প্রথম রাউন্ড অডিশনে ১০০ জন পর্যায়ক্রমে ৫০ ও সর্বশেষ টপ ২০ নিয়ে হচ্ছে গ্র্যান্ড ফিনালে।।অনুষ্ঠানের পেজেন্ট ডিরেক্টর আফসানা হেলালী জোনাকী জানান, ১০০ জনকে নির্বাচন করে তাদেরকে নিয়ে টানা ৩দিনের গ্রুমিং ও মোটিভেশনাল সেশন অনুষ্ঠিত হয়
।দ্বিতীয় রাউন্ড অডিশনের মাধ্যমে টপ ৫০ জনকে নির্বাচন করা হয় এবং এদের নিয়ে ১৫ দিনের গ্রুমিং সেশন অনুষ্ঠিত হয়।।এই মাসের ১১নভেম্বর তারিখ অনুষ্ঠিত হবে ফাইনাল রাউন্ড আর এবারের চ্যাম্পিয়ন যাবে দক্ষিন কোরিয়া ইন্টারন্যাশনাল কম্পিটিশনে লড়তে।।আগামি মাসের ২তারিখ বসবে ৪৩ তম আসর।।ইভেন্ট ডিরেক্টর কৃষান ভুইয়া জানান,গ্রুমিং সেশনে নাচ,ক্যাটওয়াক,ফ্যাশন এন্ড স্টাইলিং,শুদ্ধ ও সাবলীল উচ্চারন,সুন্দর করে কথা বলা,ম্যানার,বিউটি,এক্সপ্রেসন,এটিকেটস,কোরিয়ান আর্ট এন্ড কালচার,সেলফ গ্রুমিং,মেডিটেশন,সেল্ফ কনফিডেন্ট সহ নানান বিষয়ের উপর ক্লাস নেয়া হয়।।দেশের ভাবমুর্তি রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে প্রতিযোগীদের উপ্সথাপন করতে।।তিনি জানান, আমাদের দেশের বিবাহিত মেয়েরা তাদের প্রতিভা ও মেধার বিকাশ ঘটাতে পারেনা বিভিন্ন কারনে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সেসব নারী নিজেদেরকে তুলে ধরতে পারেন এবং দেশকে উপস্থাপন করতে পারেন আর্ন্তজাতিক অঙ্গনে।। ইতিপূর্বে র্উবি ইসলাম বাংলাদশের হয়ে অংশগ্রহন করছেন মিসেস ইউনিভার্স এর ৪২ তম আসর শুধুর চীনে। অডিশনের বিচারক মন্ডলীর দ্বায়িত্ব পালন করেন প্রখ্যাত আবৃত্তিকার শিমুল মোস্তফা, মডেল ও অভিনেতা মনির খান শিমুল, মডেল ও অভিনয় শিল্পী আসমা পাঠান রুম্পা , মডেল ও অভিনয় শিল্পী অন্তু করিম,২য় রাউন্ড অডিশনে বিচারক মন্ডলির দায়িত্ব পালন করেন চীফ পেট্রন নারী উদোক্তা,সংগঠক সিমা হামিদ,উপস্থাপক আব্দুন নুর তুষার,ভি এল সি সি র মার্কেটিং ম্যনেজার সারা জায়ানা।।ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন এর সভানেত্রী সিমা হামিদ বলেন,শুধু পুরুষের পাশাপাশি নয় সফলতায় নারীরা পুরুষের চাইতেও এগিয়ে আছে অনেক ক্ষেত্রে।। নারীরা অনেক বেশি চ্যালেঞ্জিং।।তাই সর্বক্ষেত্রে নারীদের এগিয়ে আসতে হবে এবং দেশের গন্ডি পেড়িয়ে বিশ্বজয় করতে হবে।।এরকম একটি প্ল্যাটফর্ম নারীদের অগ্রযাত্রায় বিশেষ ভুমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।।মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২ এর টাইটেল স্পন্সর বি বি বি (বিডি বাজেট বিউটি), এবং সহযোগী আয়োজক ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন।
Share This