ময়মনসিংহ জেলার পাগলা থানার বহুল আলোচিত এস এম সাআদাত হোসেন জয় (১৯) হত্যাকাণ্ডের প্রধান আসামি মোঃ সাব্বির মিয়া (২৫) গ্রেফতার হয়েছেন। যৌথ অভিযানে র্যাব-১৪, সিপিএসসি ময়মনসিংহ এবং র্যাব-১, সিপিএসসি গাজীপুর তাকে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকা থেকে আটক করে।
গত ৮ জানুয়ারি ২০২৫, রাত ৯টার দিকে কাজা এলাকায় তুচ্ছ কথাকাটাকাটির জেরে নিহত জয়কে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আসামি মোঃ সাব্বির মিয়া ও তার সহযোগী অজ্ঞাতনামা ৫/৬ জনের হামলায় জয় গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলেও, ৯ জানুয়ারি রাত ৯টা ৩০ মিনিটে জয় মারা যান।
এ ঘটনায় ১১ জানুয়ারি ২০২৫, জয়ের বাবা মোঃ আওলাদ হোসেন শেখ পাগলা থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৬, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০)। মামলায় প্রধান আসামি করা হয় মোঃ সাব্বির মিয়াকে।
র্যাব-১৪ ঘটনার পরপরই ছায়া তদন্ত শুরু করে। একাধিক গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও নজরদারির মাধ্যমে জানা যায়, আসামি গাজীপুর জেলার শ্রীপুর এলাকায় আত্মগোপনে রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাব্বির মিয়াকে ইতোমধ্যে মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।
এই গ্রেফতারের মধ্য দিয়ে আলোচিত এ মামলায় নতুন গতি এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ সাফল্যে নিহতের পরিবার কিছুটা হলেও সুবিচারের আশা দেখতে পাচ্ছে।