ঢাকায় যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
March 02, 2022
বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার ডি. হাস মঙ্গলবার (১ মার্চ) ঢাকায় আসছেন। ঢাকায় পৌঁছানোর পর রাষ্ট্রপতির কাছে পরিচয় পত্র পেশের মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবেন তিনি।
বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হওয়ার আগে যুক্তরাষ্ট্রের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট হিসেবে নিয়োজিত ছিলেন তিনি। এর আগে ভারতসহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের মিশনে কাজ করেছেন পিটার ডি. হাস। তিনি ইংরেজি ছাড়াও ফরাসী ও জার্মান ভাষায়ও দক্ষ।
এদিকে ঢাকার আসার আগে গত ১১ ফেব্রুয়ারি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন নতুন এই মার্কিন রাষ্ট্রদূত।
উল্লেখ্য, গত বছর ৯ জুলাই হোয়াইট হাউস এক বিবৃতিতে বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পিটার ডি হাসের নাম ঘোষণা করে। তার আগে ঢাকায় দেশটির রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন আর্ল মিলার।
Share This