মুক্ত দুই নাবিক ফিরবেন বিমানে, বাকিরা জাহাজে

মুক্ত দুই নাবিক ফিরবেন বিমানে, বাকিরা জাহাজে

ডেস্ক রিপোর্ট : April 17, 2024

সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে হাইজ্যাক হওয়া মুক্ত জাহাজটি এমভি আবদুল্লাহর ২১ নাবিক ওই জাহাজেই দেশে ফিরবেন। আর বাকি দুইজন নাবিক ফিরবেন বিমানে করে।

বুধবার (১৭ এপ্রিল) এসব তথ্য জানিয়েছেন এমভি আবদুল্লাহর মালিকানা প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম।

জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত হয়ে ২৩ নাবিকসহ এখন সংযুক্ত আরব আমিরাতের আল হারমিয়া বন্দরের পথে রয়েছে এমভি আবদুল্লাহ।  

মেহেরুল করিম জানিয়েছেন, ওই জাহাজটি ২২ এপ্রিল সকালে আল হারমিয়া বন্দরে পৌঁছবে। সেখান থেকে দুজন নেমে গিয়ে বিমানযোগে দেশে ফিরবেন। বাকিরা জাহাজে করেই দেশে ফিরবেন।

তিনি বলেন, নাবিকদের নিজ নিজ ইচ্ছায় এমন সিদ্ধান্ত নিয়েছে। 

গত ১২ মার্চ মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে সোমালি জলদস্যুদের শিকারে পরিণত হয় বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ।

জিম্মি করা হয় ২৩ নাবিককে। গত শনিবার সোমালিয়ান জলদস্যুদের কবলে ৩২ দিনের জিম্মি জীবন কাটানো শেষে মুক্ত হন তারা। নাবিকরা সবাই সুস্থ আছেন বলে জানান তারা।

Share This