পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন'জন নিহত! বইছে শোকের হাওয়া
রাজশাহী প্রতিনিধি :
December 21, 2024
পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন, উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর গ্রামীন ফিডস লিঃ এর সামনে (রাজশাহী-নাটোর) মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
শনিবার (২১ ডিসেম্বর) মোটরসাইকেল ও বাস মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন’জন নিহত হয়ন।
নিহতরা হলেন, উপজেলার কান্দ্রা গ্রামের আবুল হোসেনের ছেলে আবু হানিফ ও তাঁর স্ত্রী ফাতেমা খাতুন এবং শ্যালিকা যুথি খাতুন। ফাতেমা ও যুথি পুঠিয়া পালোপাড়া গ্রামের শাহেদ আলীর মেয়ে।
পুঠিয়া শিবপুর পবা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসাইন বলেন, একই মোটরসাইকেল এফজেড V2 চড়ে আবু হানিফ, ফাতেমা ও যুথি রাজশাহী থেকে পুঠিয়া দিকে যাচ্ছিলেন। এসময় নাটোরের দিক থেকে রাজশাহীমুখী একটি অজ্ঞাত বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী তিনজন সড়কে সিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে পাঠানো হলে হাসপাতালে পৌঁছানোর আগেই হানিফ ও যুথি (স্বামী স্ত্রী) মারা যান। তারপর পরে চিকিৎসাধীন অবস্থায় যুথির ছোট বোন ফাতেমাও মারা যান।
পুলিশ সূত্রে জানান, চাপা দিয়ে পালিয়ে যাওয়া অজ্ঞাত বাসটিকে শনাক্ত করতে তারা বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে আই নানক ব্যবস্থা নেবেন।
Share This