সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমার সময় ফের বাড়লো
নিজস্ব প্রতিবেদক :
December 26, 2024
সরকারি কর্মচারীদের চলতি বছরের সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য আবারও সময় বাড়িয়েছে সরকার। সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় দেড় মাস বাড়িয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এতে বলা হয়, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর তথ্য সিলগালা করা খামে কর্তৃপক্ষ বরাবর দাখিলের সময়সীমা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর পর্যন্ত সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার সময় ছিল। তবে তা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। নতুন করে এ সময় আরও দেড় মাস বাড়লো।
Share This