আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কি না, তা সময় বলে দেবে : সিইসি

আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কি না, তা সময় বলে দেবে : সিইসি

নিজস্ব প্রতিবেদক : January 11, 2025

বাংলাদেশে আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা এবং আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা  সময় আসলে দেখা যাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। 

 

শনিবার (১১ জানুয়ারি) সিলেটে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

 

সিইসি বলেন, নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন করা হবে। 

 

তিনি বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধণ নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি।

 

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এক দিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না।

Share This