দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

দিনাজপুর প্রতিনিধি : April 26, 2024

দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও তার সহকারীর মৃত্যু ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২৬ এপ্রিল) ভোর ৬টার দিকে ঘোড়াঘাট উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টিএন্ডটি মোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালকের নাম গোলাম রাব্বী (৩৮)। তিনি জয়পুরহাট সদর উপজেলার চৌমুহনী এলাকার বাসিন্দা। চালকের সহকারীর রেজওয়ান (৩২) একই এলাকার বাসিন্দা।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা দুইজনের মরদেহ উদ্ধার করেছি। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ও জানান তিনি।

আ/ম

Share This