বিশ্বব্যবস্থা ধ্বংস করছে যুক্তরাষ্ট্র : জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থা ধ্বংস করছে যুক্তরাষ্ট্র : জার্মান প্রেসিডেন্ট

আন্তজার্তিক ডেস্ক : January 09, 2026

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেছেন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টেইনমায়ার। বর্তমান বিশ্বব্যবস্থা যেন কোনো ‘ডাকাতের আস্তানা’য় পরিণত না হয়, যেখানে নীতিহীনরা নিজেদের খেয়ালখুশিমতো যা ইচ্ছা কেড়ে নিতে পারে— এমন আশঙ্কার কথা জানিয়ে বিশ্ববাসীকে সতর্ক করেছেন তিনি।

বুধবার গভীর রাতে এক সিম্পোজিয়ামে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন স্টেইনমায়ার।

তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার যুক্তরাষ্ট্র, যারা বর্তমান বিশ্বব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করেছিল, আজ তারাই মূল্যবোধের অবক্ষয় ঘটাচ্ছে।’

সাবেক এই জার্মান পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, বিশ্বব্যাপী গণতন্ত্র এখন এক নজিরবিহীন আক্রমণের মুখে পড়েছে।

প্রেসিডেন্টের এই অস্বাভাবিক কড়া মন্তব্যকে গত সপ্তাহে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার মতো ঘটনার প্রচ্ছন্ন ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। স্টেইনমায়ার বলেন, ‘মূল লক্ষ্য হওয়া উচিত বিশ্বকে এমন এক অরাজকতা থেকে রক্ষা করা, যেখানে নির্দিষ্ট অঞ্চল বা পুরো দেশকেই গুটিকয়েক শক্তিশালী রাষ্ট্রের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে গণ্য করা হয়।’

জার্মানিতে প্রেসিডেন্টের পদটি মূলত আলংকারিক হলেও তার এই বক্তব্যের বিশেষ তাৎপর্য রয়েছে। প্রথাগত রাজনীতিবিদদের তুলনায় তিনি অনেক বেশি স্বাধীনভাবে নিজের মতপ্রকাশের সুযোগ পান।

যুক্তরাষ্ট্রের ওপর আস্থা হারাচ্ছে জার্মানরা। এর বিপরীতে ফ্রান্স ও ব্রিটেনের ওপর জার্মানির প্রায় তিন-চতুর্থাংশ মানুষের অগাধ আস্থা রয়েছে। 

Share This