উত্তাল ধানমন্ডি, এবার ভাঙা হলো বঙ্গবন্ধুর ম্যুরাল

উত্তাল ধানমন্ডি, এবার ভাঙা হলো বঙ্গবন্ধুর ম্যুরাল

নিজস্ব প্রতিবেদক : February 05, 2025

ধানমন্ডি-৩২ নম্বর বাড়ির ভেতরে গেট ভেঙে ঢুকে পড়েছে শতশত বিক্ষুব্ধ শিক্ষার্থী। বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙার কথা থাকলেও শিক্ষার্থীরা নিজের হাতেই ভাঙচুর করেছেন। বাড়িটির মধ্যে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দলে দলে মিছিল নিয়ে জড়ো হন ধানমন্ডি ৩২ নম্বরে। পরে রাত ৮টার দিকে বাড়ির ভেতরে ভাঙচুর শুরু করেন আন্দোলনকারীরা।

এর আগে চব্বিশের গণঅভ্যুত্থানের ছাত্র-জনতার পক্ষ থেকে জানানো হয়, ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল করা হবে। হাজারো ছাত্রজনতার ওপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকেই খুনি হাসিনার বাংলাদেশ-বিরোধী অপতৎপরতার প্রতিবাদে ২৪-এর বিপ্লবী ছাত্রজনতার উদ্যোগে রাত ৯টায় এ কর্মসূচি পালিত হবে।

বিক্ষুব্ধ ছাত্র জনতা বলন, যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চাই না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে তার শাস্তির ব্যবস্থা করতে হবে।

এ সময় উত্তেজিত ছাত্র-জনতাকে, ‘খুনি আসলে লাইভে, জনতা যাবে ৩২ এ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

Share This