যেখানে আওয়ামী লীগ সেখানেই মাইর: হামীম

যেখানে আওয়ামী লীগ সেখানেই মাইর: হামীম

নিজস্ব প্রতিবেদক : September 23, 2025

দেশের রাজনৈতিক দলগুলোর ওপর আওয়ামী লীগের হয়রানিমূলক ও আক্রমণাত্মক আচরণের কারণে এবার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। এর আগে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করা হয়।

এরপরই আওয়ামী লীগ ও এর নেতাকর্মীদের উদ্দেশে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেওয়া এক ফেসবুক পোস্টে এমন হুঁশিয়ারি দেন শেখ তানভীর বারী হামিম।

সংক্ষিপ্ত ওই পোস্টে তিনি লেখেন, যেখানে আওয়ামী লীগ সেখানেই মাইর আজ থেকে...no mercy।

সোমবার যখন এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর আওয়ামী লীগ সমর্থকরা ডিম নিক্ষেপ করেন তখন দলের যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা তার সঙ্গে ছিলেন। এ নিয়ে পরবর্তীতে ফেসবুকে একটি পোস্ট দেন তিনি।

ওই পোস্টে ডা. তাসনিম জারা লেখেন, আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে। এটি ব্যক্তি আখতার হোসেনের ওপর আক্রমণ নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে। কারণ, তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে, যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে।

 

Share This