গণঅভ্যুত্থানের নায়কদের সামনে রেখে যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে, তার প্রথম সমাবেশে উপস্থিত হয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের আমন্ত্রিত নেতারাও।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ হতে চলা নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
শুক্রবার বিকাল ৩টায় সংসদ ভবনের সামনে মানিকমিয়া এভিনিউয়ে বানানো মঞ্চে এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হতে বিকাল সাড়ে ৪টা বেজে যায়। তার আগেই আমন্ত্রিত অতিথিরা সভাস্থলে পৌঁছে যান।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিদের বসার ব্যবস্থা করা হয় মঞ্চের সামনেই। এরপর ছিল শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা পরিবারের জন্য আসন।
বিএনপি নেতাদের মধ্যে আছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, খেলাফত মজলিসের সেক্রেটারি জেনারেল অধ্যাপক আহমেদ আব্দুল কাদের, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ও নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী, এবি পার্টির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. দিদারুল আলম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিএলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য আশরাফ আলী আকন্দ, জমিয়তে ওলামায়ে ইসলামের সহসভাপতি আবদুর রব ইউসুফিও উপস্থিত হয়েছেন।
সভাস্থলে এসেছেন-ইসলামী ঐক্য জোটের একাংশের মাওলানা জসিম উদ্দিন ও সাখাওয়াত হোসেন রাজি, ইসলামী ঐক্যজোটের সহ-সভাপতি মাওলানা জসিম উদ্দিন, বিকল্পধারার কার্যকরী সভাপতি অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান, বিকল্প ধারা একাংশের সাবেক মহাসচিব শাহ আহমেদ বাদল।
কূটনীতিবিদদের মধ্যে ঢাকায় ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত কেভিন এস রেন্ডাল, পাকিস্তান হাই কমিশনের কাউন্সেলর কামরান ধাঙ্গালও এসেছেন।
নতুন দলের নেতাদের মধ্যে আব্দুল হান্নান মাসুদ, নুসরাত তাবাসসুম, আরিফুল ইসলাম আদিব বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার কাছেও আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছিলেন।
হান্নান মাসউদ তখন সাংবাদিকদের বলেন, “আমরা শহীদ পরিবারকে দাওয়াত করেছি, আহতদেরকে দাওয়াত করেছি, পাশাপাশি উপদেষ্টাদেরকে দাওয়াত করছি এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে ছিল এমন সব রাজনৈতিক দলকে আমরা দাওয়াত করেছি। সুশীল সমাজ, বিদেশি বন্ধু এবং কূটনীতিকদের আমরা দাওয়াত করেছি।”