ব্যাংক এমডি বা পরিচালকদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে সেবা বা পণ্য ক্রয়ে নিষেধাজ্ঞা

ব্যাংক এমডি বা পরিচালকদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে সেবা বা পণ্য ক্রয়ে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট June 16, 2022

এখন থেকে কোনো ব্যাংকের পরিচালকের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ব্যাংকের প্রয়োজনীয় পণ্য বা সেবা কেনা যাবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর এমনটি করা হলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। 

 

বুধবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ব্যাংক-কোম্পানি পরিচালনায় স্বার্থের সংঘাত পরিহার ও সুশাসন নিশ্চিতকরণে ব্যাংক-কোম্পানি আইন-১৯৯১ এর ১৮(২) ধারার বিধান পরিপালনের লক্ষ্যে ২১ জানুয়ারি ২০২১ তারিখে জারিকৃত বিআরপিডি সার্কুলার নং ২ এর মাধ্যমে প্রত্যেক ব্যাংক-কোম্পানির পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও তার নিম্নতর দুইস্তর পর্যন্ত কর্মকর্তাদের স্ব স্ব এবং পারিবারিক ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্টতার বিবরণ বার্ষিক ভিত্তিতে পর্ষদে দাখিলের জন্য নির্দেশ দেয়া হয়।

Share This