মেহজাবীন চৌধুরী, দেশের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম। নাটকেই পেয়েছেন জনপ্রিয়তা। বর্তমানে ব্যস্ত সিনেমা নিয়ে। এ অভিনেত্রীর মিডিয়া আগমন ঘটেছিল ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ নামে একটি প্রতিযোগিতার মাধ্যমে, ২০১০ সালে। হয়েছিলেন চ্যাম্পিয়ন।
এরপর দীর্ঘ দেয় দশকের পথচলা। এ সময়ে মেধা ও কাজ দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। হয়ে উঠেছেন নির্মাতাদের কাছে আস্থার প্রতীক। যে প্রতিযোগিতা দিয়ে এসেছেন বিনোদন জগতে, ছিলেন প্রতিযোগী, এবার সেই প্রতিযোগিতার বিচারক হিসাবে চেয়ারে বসছেন এ অভিনেত্রী। শিগগিরই শুরু হচ্ছে প্রতিযোগিতাটির নতুন সিজন। এ সিজনে প্রধান বিচারক হিসেবে কাজ করবেন মেহজাবীন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যে প্ল্যাটফরমটা ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট, একই প্ল্যাটফরমে আমি বিচারক হিসেবে থাকছি, এটা অবশ্যই আমার জন্য অনেক বড় একটা অর্জন এবং অনেক বড় একটা দায়িত্বও বটে। বিচারকদের দায়িত্ব মেধাবী ও যোগ্য প্রতিযোগী খুঁজে বের করা। সেই দায়িত্ব এখন আমার কাঁধেও। আমি সততার সঙ্গে খুব ভালোভাবে দায়িত্বটুকু পালন করার চেষ্টা করব। আশা করছি এবারের আয়োজন অনেক ভালো হবে এবং একজন সঠিক প্রতিযোগীকেই নির্বাচিত করতে পারব।’
একই প্রতিযোগিতায় মেহজাবীনের পাশাপাশি জয়া আহসান ও নির্মাতা রায়হান রাফী বিচারকে হিসাবে উপস্থিত থাকবেন। উলেখ্য, ২০১৮ সালে সর্বশেষ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওই বছর চ্যাম্পিয়ন হয়েছিলেন মিম মানতাশা। ৭ বছর বিরতির পর তা আবারো এটি শুরু হচ্ছে বলে নিশ্চিত করেছে চ্যানেল আই কর্তৃপক্ষ। এ লক্ষ্যে গত ৬ মে থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। চলবে ৫ জুন পর্যন্ত।