করোনাকালে চমক দেখিয়েছে পুঁজিবাজার
ডেস্ক রিপোর্ট
December 25, 2021
পুঁজিবাজারের একটি গুণগত পরিবর্তনের মধ্য দিয়ে বিদায় নিচ্ছে ২০২১ সাল। দীর্ঘ এক দশক পর ২০২১ সালজুড়েই দেশের পুঁজিবাজারে আলোচনার বিষয়বস্তু ছিল বাজারের গতিশীলতা। বিদায়ী বছরে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কঠোরতম লকডাউনের মধ্যেও ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সংগতি রেখে দেশের পুঁজিবাজার চালু থাকে৷ নতুন উচ্চতায় পৌঁছে দেশের শেয়ারবাজার।
করোনা অতিমারির মধ্যেও দীর্ঘ এক দশক পর প্রতিদিনই নিত্যনতুন রেকর্ড গড়ে শেয়ারবাজার। সামগ্রিক অর্থনীতিতে করোনার নেতিবাচক প্রভাব পড়লেও চমক দেখায় দেশের পুঁজিবাজার। প্রতিদিনই বাজারে নতুন নতুন বিনিয়োগ আসে পুঁজিবাজারে৷ সেসঙ্গে যুক্ত হন নতুন বিনিয়োগকারীও৷
প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ের সব ধরনের বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ায় প্রধান শেয়ারবাজারের লেনদেন বিগত ১০ বছরে সর্বোচ্চ স্থানে পৌঁছে। একইভাবে লেনদেনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সার্বিক সূচক। এতে বাজারের গভীরতা যেমন বৃদ্ধি পায়, তেমনি বৃদ্ধি পায় বিনিয়োগকারীদের আস্থা।
Share This