‘ক্ষুদ্র শিল্পকে টিকিয়ে রাখতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে’

‘ক্ষুদ্র শিল্পকে টিকিয়ে রাখতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে’

নিজস্ব প্রতিবেদক : April 25, 2024

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ক্ষুদ্র শিল্পকে টিকিয়ে রাখতে হবে। সেজন্য  সরকারের নানা উদ্যোগ নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিসে একাডেমিতে ভৌগোলিক নির্দেশিকা (জিআই) পণ্যের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, যেসব পণ্য জিআই সনদ পেয়েছে এবং অপেক্ষমাণ আছে পণ্যগুলোর কয়েকটি শত বছর, কয়েকটির হাজার বছরের ঐতিহ্য রয়েছে। তাই ইচ্ছে করলেই নকল করা যাবে না। যুগের পর যুগে এসব পণ্যের ব্যবহার করে গেছি আমরা।

তিনি বলেন, সব আইনি প্রক্রিয়া অনুসরণ করেই আমরা টাঙ্গাইল শাড়ির জিআই সনদ পেয়েছি। অন্য একটি দেশের টাঙ্গাইল শাড়ি নিয়ে আগ্রহ থাকতে পারে, কিন্তু এটা আমাদের নিজস্ব পণ্য। এটা আমাদেরই থাকবে।

এই অনুষ্ঠানে ১৪টি পণ্যের সনদ দেওয়া হয়। এ নিয়ে মোট ৩১টি পণ্যের জিআই সনদ দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, শিল্প সচিব জাকিয়া সুলতানা। ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর রাষ্ট্রদূত মাশফী বিনতে শামস, পেটেন্ট শিল্প নকশা ও টেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মনিম হাসান।

Share This