প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সিভাসু'র চার ছাত্র হল থেকে বহিষ্কার

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সিভাসু'র চার ছাত্র হল থেকে বহিষ্কার

ডেস্ক রিপোর্ট June 16, 2022

প্রধানমন্ত্রীকে কটূক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টার অভিযোগে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে। 

 

গেল বুধবার (১৪ জুন) সিভাসু’র রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমামের সই করা এক অফিস আদেশে সাময়িক বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বোরহান উদ্দিন মো. সাজ্জাদ, মোমিন বিন রহিম, তসলিম উদ্দিন এবং মোহাম্মদ তানভিরুল ইসলাম।

 

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) প্রক্টর সহযোগী অধ্যাপক তাসনীম ইমাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং গণতন্ত্র বিরোধী উগ্রবাদী কর্মকাণ্ডের অভিযোগে তাদের হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তারা দীর্ঘদিন ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আসছিল যে কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Share This