৭৮১ কোটির অবৈধ সম্পদ, নজরুল মজুমদারের বিরুদ্ধে দুদকের মামলা

৭৮১ কোটির অবৈধ সম্পদ, নজরুল মজুমদারের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক : February 16, 2025

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের ৭৮১ কোটি টাকা অবৈধ সম্পদ পাওয়ায় তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজ সংস্থার সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ তার বিরুদ্ধে মামলাটি করেন।

নজরুল ইসলাম মজুমদার নাসা গ্রুপের পাশাপাশি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠভাজন হিসেবেও তিনি পরিচিত।

মামলার এজাহারে বলা হয়েছে, নজরুলের মোট সম্পদ পাওয়া গেছে ৮৩২ কোটি টাকা। এর মধ্যে ৭৮১ কোটি টাকা সম্পদের বৈধ কোনো আয় পাওয়া যায়নি। তাই দুদক আইনের ১৯৪৭ সালের ৫ এর ২ ধারায় মামলা করে দুদক।

জানা গেছে, নজরুলের স্ত্রী এবং সন্তানদের নামেও সম্পদের অনুসন্ধান করছে দুদক। প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও মামলা হবে।

Share This