আলকেমী হসপিটালে সিজারের ৭মাস পর প্রসূতির পেটে মিলল এক ফুট গজ কাপড়

আলকেমী হসপিটালে সিজারের ৭মাস পর প্রসূতির পেটে মিলল এক ফুট গজ কাপড়

ফেনী প্রতিনিধি : August 28, 2025

ফেনীতে সিজারের ৭মাস পর প্রসূতির পেটে মিলল এক ফুট গজ (কাপড়)। গত ৩ ফেব্রুয়ারি এ সিজার অপারেশন করেন ডা. তাসলিমা আক্তার।ভুক্তভোগির পরিবার জানায়, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ছাগলনাইয়ার প্রবাসী মহিউদ্দিনের গর্ভবতী স্ত্রী ফরিদা ইয়াসমিন (৪০)'কে আলকেমী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ওইদিন সিজা'র অপারেশন করেন ডা. তাসলিমা আক্তার। ভুক্তভোগী নারী দীর্ঘ ৭ মাস ধরে পে'ট ব্যথা'য় ভুগছিলেন, বিভিন্ন পরীক্ষায় পেটে শক্ত বস্তু সনাক্ত হয়। 

 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে ফেনী আল বারাকা হাসপাতালে পুনরায় ডাক্তার আজিজ উল্যাহ অস্ত্রোপচারের মাধ্যমে গজ (কাপড়) গুলো বের করেন। 

 

এ বিষয়ে ভুক্তভোগি জানান আল কেমি হাসপাতাল ও ডা. তাসলিমা আক্তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুত নিচ্ছেন বলে জানিয়েছেন।

Share This