আলহাজ্ব সিরাজ উদ-দৌলা’র ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

আলহাজ্ব সিরাজ উদ-দৌলা’র ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক : May 22, 2024

মোহাম্মদী গ্রুপ অব কোম্পানিস লিঃ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব সিরাজ উদ দৌলা'র ১৩তম মৃত্যু বাষিকী আজ বুধবার।

তিনি ২০১১ সালের ২২ মে ঢাকা এয়ারপোর্টে কাস্টমস হাউজের পাশে সিভিল এভিয়েশন মসজিদে ফজর নামাজের পর জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় ১৯৪৮ সালে জন্ম গ্রহণ করেন। তার শিক্ষাকাল কেটেছে গ্রামের বাড়িতে। গ্রাজুয়েশন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল,এল,বি ডিগ্রি লাভ করেন এবং আইন পেশায় নিয়োজিত হন।

তিনি ১৯৭৯ সালে রাজধানী মোহাম্মদপুরে “মোহাম্মদী হাউজিং লিমিটেড ” নামে একটি আবাসিক প্রকল্পের কাজ শুরু করেন। এরপর ১৯৮৫ সালে গার্মেন্টস ব্যবসা শুরু করার জন্য ঢাকা উওর সিটি করপোরেশনের সাবেক মেয়র  মরহুম আনিসুল হক , ফারুক ও হাবিবুর রহমান গংরা পরামর্শ দেন। তাদের পরামর্শ অনুযায়ী লালবাগ কেল্লা সামনে অবস্হিত “ মোহাম্মদী আ্যাপারেলস লিমিটেড” এই ফ্যাক্টরিটি গড়ে তোলেন। পুরো টাকা বিনিয়োগ করেন সিরাজ উদ দোলা। আনিসুল হক, ফারুক ও হাবিব পাটনার হিসাবে ফ্যাক্টরী টি পরিচালনা শুরু করেন। ধীরে ধীরে মোহাম্মদী গ্রুপ বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করে আনিসুল হকের কঠোর পরিশ্রমে।

সিরাজ উদ দোলা বাংলাদেশের ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠার অন্যতম প্রবক্তা। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর উদ্যোক্তা পরিচালক ছিলেন। এ ছাড়া ও তিনি আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এর উদ্যোক্তা পরিচালক ছিলেন তিনি। বাংলাদেশ তাবলীগ জামাতের একজন আমির ছিলেন। তিনি বেশিভাগ সময় দ্বীনের কাজে ব্যয় করতেন। তিনি ১৯৮১ সালে ইরাক ইরান যুদ্ধের সময় বিশিষ্ট বুজুর্গ হযরত মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী (রহঃ)এর সফরসঙ্গী হিসেবে শান্তি আলোচনার জন্য ইরান গিয়েছিলেন। এছাড়া তিনি ইসলামের দাওয়াত নিয়ে বিশ্বের প্রায় অধিকাংশ দেশই সফর করেন।

জানা যায়, ব্যক্তিগত জীবনে তিনি খুব ধার্মিক ও ধর্মীয় মানুষ ছিলেন । তিনি দেশব্যাপী অসংখ্য স্কুল কলেজ মসজিদ ,মাদ্রাসা, এতিমখানা, ইসলামী গবেষনা কেন্দ্র ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন। তাঁর ই অর্থায়ানে গড়ে উঠে মোহাম্মদপুরে অবস্থিত “মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ” ও ঢাকা বয়েজ কলেজ।

তিনি ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান নিহত পর মরহুম সিরাজ উদ দৌলার বাল্যবন্ধু সহপাঠী সড়ক ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের এর সেই সংকটময় মূহুর্ত তার বাসভবনে আশ্রয় দেন । তার আশ্রয় রাখার কিছুদিন পর ওবায়েদুল কাদের কে তিনি নিজে নোয়াখালী কোম্পানিগজ্ঞে নিরাপদ আশ্রয়ে রেখে আসেন।

Share This