২০২১ : অনন্ত পথের যাত্রী হলেন যারা
নিজস্ব প্রতিবেদক
January 03, 2022
* ফেব্রুয়ারি ২০ : এটিএম শামসুজ্জামান (৭৯) অভিনেতা, পরিচালক, কাহিনিকার, চিত্রনাট্যকার, সংলাপকার ও গল্পকার। বার্ধক্যজনিত রোগে মারা গেছেন।
* মার্চ ৮ : শাহীন আলম (৫৮), চলচ্চিত্র অভিনেতা, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
* এপ্রিল ৭ : ইন্দ্রমোহন রাজবংশী (৭৫), সংগীতশিল্পী, করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
* এপ্রিল ১১ : মিতা হক (৫৯) রবীন্দ্রসংগীত শিল্পী, করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
* এপ্রিল ১৩ : ফরিদ আহমেদ (৬১), সংগীত পরিচালক, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
* এপ্রিল ১৭ : সারাহ বেগম কবরী (৭০) চলচ্চিত্র অভিনেত্রী, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
* এপ্রিল ১৮ : ওয়াসিম (৭৪), চলচ্চিত্র অভিনেতা, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
* এপ্রিল ১৮ : এসএম মহসীন (৭৩), নাট্যাভিনেতা, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
* জুন ১০ : বুদ্ধদেব দাশগুপ্ত (৭৭) ভারতীয় বাঙালি কবি ও চলচ্চিত্র নির্মাতা, দীর্ঘ অসুস্থতার কারণে মারা গেছেন।
* জুন ১৬ : স্বাতীলেখা সেনগুপ্ত (৭১), ভারতীয় বাঙালি নাট্যব্যক্তিত্ব, কিডনির অসুখে মারা গেছেন।
* জুলাই ৪ : ফজল-এ-খোদা (৮০), বাংলাদেশি কবি, গীতিকার, শিশু সংগঠক, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
* জুলাই ৭ : দিলীপ কুমার (৯৮) ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, বার্ধক্যজনিত কারণ, ফুসফুসের সমস্যা নিয়ে মারা গেছেন।
* জুলাই ২৩ : ফকির আলমগীর (৭১), গণসংগীত শিল্পী, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
* সেপ্টেম্বর ২ : সিদ্ধার্থ শুক্লা (৪০), ভারতীয় টিভি অভিনেতা, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
* অক্টোবর ২৫ : শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় (৫৪) ভারতীয় বাঙালি তবলা বাদক। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
* অক্টোবর ২৬ : গৌরী ঘোষ (৮৩), ভারতীয় বাঙালি বাচিকশিল্পী। মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেছেন।
* অক্টোবর ১১ : স্বপন গুপ্ত (৭৫) ভারতীয় বাঙালি রবীন্দ্রসংগীত শিল্পী, মারা গেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে।
* অক্টোবর ১১ : ড. ইনামুল হক (৭৮), অভিনেতা, লেখক, নাট্যকার ও শিক্ষক, হৃদরোগে আক্রান্ত হয়ে।
* অক্টোবর ২৪ : মাহমুদ সাজ্জাদ (৭২), বাংলাদেশি অভিনেতা। মৃত্যুর কারণ করোনা।
* নভেম্বর ৬ : অরুণ দত্ত (৮৫), ভারতীয় বাঙালি সংগীতশিল্পী, বার্ধক্যজনিত কারণে।
Share This