মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২১

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২১

নিজস্ব প্রতিবেদক : May 01, 2024

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন  এলাকা থেকে ২১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১ মে)) ডিএমপির গণমাধ্যম থেকে এসব তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩৪০ পিস ইয়াবা, ১৫৫ গ্রাম হেরোইন, ৩৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

ডিএমপি আরো জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়।

আ/ম

 

Share This