ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, বলিউড তারকার বিরুদ্ধে মামলা

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, বলিউড তারকার বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক : February 22, 2025

হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত আনার অভিযোগ এনে মামলা করা হয়েছে বলিউডের কোরিওগ্রাফার ফারাহ খানের নামে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

 

একটি রান্নার রিয়েলিটি শোয়ে যুক্ত ফারাহ। সেখানে হোলি উৎসব নিয়ে মন্তব্য করে ফেঁসেছেন। তাকে বলতে শোনা যায়, ‘‘হোলি মূলত ছাপরিদের উৎসব!’’ মুহূর্তে ভাইরাল হয় ভিডিওটি। যা হতাশ করে তার অনুরাগীদের। পাশাপাশি ক্ষুব্ধ হন সনাতনী সম্প্রদায়।

 

তার জেরে ‘হিন্দুস্তানি ভাউ’ নামে পরিচিত বিকাশ ফতক নামে এক ব্যক্তি খার থানায় ফারাহর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভাউয়ের আইনজীবী জানান, ফারাহর এই ধরনের মন্তব্য সাম্প্রদায়িক। এই ধরনের বক্তব্য বিশেষ উৎসবকে খাটো করে দেখানো হয়েছে। পাশাপাশি, হিন্দুদেরও অসম্মানিত করা হয়েছে, যা ক্ষমার অযোগ্য।

 

এরইমধ্যে, ‘হিন্দুস্তানি ভাউ’-এর একটি ভিডিওবার্তা ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে তিনি ফারাহর বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ১৯৬, ২৯৯, ৩০২ এবং ৩৫৩ অনুযায়ী ফারাহর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। তবে এ নিয়ে ফারাহ কোনো প্রতিক্রিয়া জানাননি।

Share This