অনেক সরল এক খেলার নাম গলফ। একটি লাঠিজাতীয় বস্ত্ত গলফের পরিভাষায় যেটা পরিচিত ক্লাব নামে সেটা দিয়ে বলটাকে পিটিয়ে নির্দিষ্ট গর্তে (হোল) ফেলাটাই গলফ। বলটাকে যত কম চেষ্টায় গর্তে ফেলা যায় ততই ভালো। গলফের আসল কথাই এটা। গলফ খেলার জায়গাটি পরিচিত গলফ কোর্স নামে। উন্নত বিশ্বের দেশগুলোতেই গলফ জনপ্রিয়। তবে সাম্প্রতিক সময়ে অর্থনৈতিকভাবে ক্রমাগ্রসরমাণ দেশ বাংলাদেশেও খেলাটি দ্রুত জনপ্রিয়তা লাভ করছে। বাংলাদেশ গলফ ফেডারেশন যেখানে পালন করে চলেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
বরাবরের মতো এবারও ‘বাংলাদেশ এ্যামেচার ওপেন ২০২৫’ গলফ টুর্নামেন্ট আয়োজন করে চমক দেখিয়েছে বাংলাদেশ গলফ ফেডারেশন।
গত মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে সাভার গলফ ক্লাবে শুরু হওয়া এবারের আসরে রীতিমতো বসেছিল তারার মেলা। বিশ্ব ক্রীড়াঙ্গনের আলোকিত গলফারদের মিলনমেলা বসেছিল সেখানে। আন্তর্জাতিক এই টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দল ছাড়াও মালয়েশিয়া, ভুটান, নেপাল, ইরান, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ার শ্রেষ্ঠ অ্যামাচারসহ সর্বমোট ১০২ জন গলফার অংশগ্রহণ করেন।
শনিবার (২৬ এপ্রিল) সাভার সেনানিবাসস্থ সাভার গলফ ক্লাবের হল রুমে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামে এবারের আসরের। সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান। অনিন্দ্য সুন্দর এমন আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সেনাপ্রধান এই ধরনের প্রতিযোগিতার আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তরুণ প্রজন্মকে নিয়মানুবর্তিতা শেখাতে গলফ প্রশিক্ষণের গুরুত্ব আছে। এই দেশে গলফ খেলায় উজ্জ্বল ভবিষ্যৎ আছে।’
এ সময় ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মো.মঈন খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এবারের টুর্নামেন্টে পুরুষ এককে বাংলাদেশের সৈনিক মো. সাহাব উদ্দিন চ্যাম্পিয়ন এবং পাকিস্তানের নোমান ইলিয়াস রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছেন। পুরুষ দলগত ইভেন্টে মালয়েশিয়ার হারিজ হেজরি ও ফারিজ আজিহান চ্যাম্পিয়ন এবং বাংলাদেশের মেহেদী হাসান ও মুন্না মিয়া রানারআপ হয়েছেন। মহিলা এককে পাকিস্তানের আনিয়া ফারুক সাঈদ চ্যাম্পিয়ন এবং পাকিস্তানের পারখা ইজাজ রানারআপ হয়েছেন। মহিলা দলগত ইভেন্টে পাকিস্তানের পারখা ইজাজ ও আনিয়া ফারুক সাঈদ চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ ‘এ’ দল এর নাসিমা আক্তার ও সোনিয়া আক্তার রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন।