ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত অবমাননার মামলা শুনানি করতে অ্যামিকাস কিউরি হিসেবে জ্যৈষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যর ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এ আদেশ দেন।
এদিন বেলা ১১টার দিকে ট্রাইব্যুনাল বসার পরই শেখ হাসিনার আদালত অবমামনা মামলার অগ্রগতির কথা জানান প্রসিকিউশন। এসময় ট্রাইব্যুনাল অ্যামিকাস কিউরি নিয়োগ করার বিষয়ে জানতে চান।
প্রসিকিউটর গাজী এম এস তামিম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৪১ ধারা অনুযায়ী ১ বা একাধিক অ্যামিকাস কিউরি নিয়োগ দিতে পারেন ট্রাইব্যুনাল।
পরে ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) নিয়োগ দেন। আগামী ২৫ জুন অ্যামিকাস কিউরির বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- এমন একটি অডিও বক্তব্যের ফরেনসিক বিশ্লেষণে শেখ হাসিনার কন্ঠ বলে প্রমাণ পায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
এরপর গত ৩০ এপ্রিল এ সংক্রান্ত শুনানিতে দুই আসামিকে ২৫ মে ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। ধার্য তারিখে তারা হাজির হননি এবং আইনজীবীর মাধ্যমেও ব্যাখ্যা দেননি।
সেদিন ট্রাইব্যুনাল দুই আসামিকে সশরীর হাজির হয়ে অভিযোগের বিষয়ে জবাব দেওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে নির্দেশ দেন। পরদিন দুটি সংবাদপত্রে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে দুজনকে ৩ জুন ট্রাইব্যুনালে হাজির হয়ে অভিযোগের বিষয়ে জবাব দিতে বলা হয়।