কোরবানি ঈদের বিশেষ নাটক হৈ হৈ হল্লায় দেখা যাবে অনিক ইসলামকে।
নাটকটি ঈদের পাঁচ দিন পাঁচটি পর্ব দেখানো হবে দুরন্ত টিভিতে। প্রচার সময় দুপুর ১টা, বিকাল ৫:৩০ ও রাত ৮ টা ।
অনিক ইসলাম সাংবাদিকদের বলেন, কোরবান আলী নামের একটি চরিত্র নাটকে তার প্রিয় পোষা প্রাণী সোনাই কে নিয়ে আসে ঢাকায়, বিক্রির জন্য। হঠাৎ গরুটি হারিয়ে যায়। ঝন্টু নামের ভ্যানচালক গরুটির সন্ধানে বেরিয়ে পড়ে। এভাবেই ধীরে ধীরে নানা ঘটনা অতিক্রম নাকটটি এগিয়ে যায়।
আশা করি দর্শকদের আনন্দ এবং একই সঙ্গে ত্যাগের শিক্ষা দিতে পারবে নাটকটি বলেন তিনি।
নাটকটি রচনা করেছেন সাইফুল্লাহ রিয়াদ। আর পরিচালনা করেছেন মোঃ তোফায়েল সরকার। নাটকে প্রাইভেট ডিটেকটিভ চরিত্রে অভিনয় করেছেন ডা. এজাজুল ইসলাম।