টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের মধ্যে ঘটে যাওয়া রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি সৈয়দ ওয়াসিফুল ইসলাম ও আব্দুল্লাহ মনসুর আগাম জামিন চেয়ে আবেদন করেছেন হাইকোর্টে।
সোমবার (২৩ ডিসেম্বর) হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তাদের পক্ষে আইনজীবী শাহীন হাওলাদার এ জামিন আবেদন করেন।
এর পূর্বে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় ২৯ জনসহ অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। মাওলানা জুবায়েরের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।