ইসলামী আন্দোলনের সমাবেশ থেকে অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার

ইসলামী আন্দোলনের সমাবেশ থেকে অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : June 28, 2025

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ থেকে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ জুন) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

মোহাম্মদ খালিদ মনসুর বলেন, আজ দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ থেকে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারীকে ধরেছে উপস্থিত লোকজন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতার ছিনতাইকারীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে বলেও জানান তিনি।

এদিকে, শনিবার দুপুরে শুরু হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের মূল অধিবেশন। এর মধ্যে কয়েক দফা থেমে থেমে বৃষ্টির পর হঠাৎ নেমেছে মুষলধারে বৃষ্টি। ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই চলছে সমাবেশ।

এসময় নেতাকর্মীদের মাঠের পাশে গাছের নিচে ও ছাতা নিয়ে সমাবেশস্থলে থাকতে দেখা যায়।

Share This