সুদানে সোনার খনি ধসে নিহত অন্তত ৩১
নিজস্ব প্রতিবেদক
December 31, 2021
উত্তর আফ্রিকার দেশ সুদানে সোনা খনি ধসে কমপক্ষে ৩৮ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির পশ্চিম খোরদোফান প্রদেশের একটি পরিত্যক্ত সোনার খনি মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ধসে পড়লে প্রাণহানির এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এপি। ডয়েচে ভেলের প্রতিবেদনে জানা যায়, খার্তুম থেকে পশ্চিমে ৫০০ কিলোমিটার দূরে আল-নাহুদ শহরের দারসায়া মাইনে এই দুর্ঘটনা ঘটে। সুদানের সরকারি খনিজ সম্পদ কোম্পানির প্রধান খালেদ দাহওয়া জানিয়েছেন, খনি ধসে পুরাতন পদ্ধতিতে কাজ করা ৩১ জন খনি শ্রমিক প্রাণ হারিয়েছেন।
তবে স্থানীয় সূত্রে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, এ দুর্ঘটনায় কমপক্ষে ৩৮ জন প্রাণ হারিয়েছেন এবং ৮ জন আহত হয়েছেন। সরকারি তথ্য-উপাত্তের বরাতে জানা যায়, ২০২০ সালেই সুদান ৩৬.৬ টন স্বর্ণ উৎপাদন করেছে। গত জানুয়ারিতেও একটি দুর্ঘটনায় ৪ জন প্রাণ হারানোর পর সরকার খনিটি বন্ধ করে দিয়েছিল। নিরাপত্তা বাহিনীর সদস্যরা চলে যাওয়ার পর দুই মাস আগে খনিটি পুনরায় চালু হয়। দেশটিতে পুরাতন পদ্ধতিতে স্বর্ণখনি উত্তোলনের সঙ্গে জড়িত প্রায় ২০ লাখ মানুষ। এদের অনেকেই অবৈধ খনিগুলোতে কাজ করেন। যেখানে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার ঘাটতির কারণে প্রায়েই দুর্ঘটনা ঘটে।
Share This