সিডিবিএলের নগদ লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক :
December 22, 2024
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় সমাপ্ত বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।
রবিবার (২২ ডিসেম্বর) অনলাইন প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিডিবিএলের পরিচালনা পর্ষদের সদস্য আজম জে চৌধুরী। অনলাইন প্লাটফর্মে উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত সাধারণ সভায় সিডিবিএলের পরিচালনা পর্ষদের সদস্য সৈয়দ মনজুর এলাহী, নাসের এজাজ বিজয়, মো. শাকিল রিজভী, একেএম হাবিবুর রহমান, মো. হারুন-অর-রশিদ, নাসির উদ্দিন আহমেদ এবং সিডিবিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মোতালেব উপস্থিত ছিলেন।
Share This