চপল আহামেদ। হাসিখুশি স্বল্পভাষী মানুষ। মুখে স্বল্পভাষী হলেও মনের কথা প্রকাশ করেন গীটারের তারে। দর্শক শ্রোতাকে মন্ত্রমুগ্ধ করে রাখেন গীটারের জাদুতে।
চপল আহামেদ জানান ছোটবেলা থেকেই তিনি কম কথা বলেন। এ জন্য তার বন্ধুর সংখ্যাও অনেক কম। মনের খোঁড়াক মেটানোর জন্যই গীটার শিখেছিলেন। শখ থেকে সঙ্গীত শুরম্ন করলেও মনের অজানেত্মই তিনি সঙ্গীতকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। মঞ্চে বাজানোর পাশাপাশি বিভিন্ন রেকর্ডিং ষ্টুডিওতে কাজ করছেন গানের সাথে গীটারের সুর সংযোজনের। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ডাক এলে গীটার হাতে নির্দ্বিধায় ছুটে যান চপল আহামেদ।
বাবা মা এবং এক বোন নিয়ে চপলের সংসার। চপলের সঙ্গীত জীবনে আসুক সূর্যের আলো। সবকিছুর জন্য চপল সৃষ্টিকর্তার উপর কৃতজ্ঞ।