গফরগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি
December 26, 2024
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ধোপাঘাট গ্রামে সড়ক দুর্ঘটনায় ফাতেমা আক্তার (৮) নামে এক শিশু নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ফাতেমা আক্তার বিকেলে গফরগাঁও -ভালুকা সড়ক পার হয়ে মক্তবে যাওয়ার সময় একটি বেপরোয়া প্রাইভেটকার ধাক্কা দিলে গুরুতর আহত হয়৷ স্থানীয়রা উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গফরগাঁও থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, এ ঘটনা জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Share This