ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

ডেস্ক রিপোর্ট : April 13, 2024

প্রায় প্রতিদিনই বায়ুদূষণের তালিকায় বিশ্বের মধ্যে শীর্ষে উঠে আসছে রাজধানীর ঢাকা।

শনিবার (১৩ এপ্রিল) এয়ার কোয়ালিটি ইনডেকক্সে (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ছিল ১৮৯ যা খুবই অস্বাস্থ্যকর চতুর্থ অবস্থান হিসেবে বিবেচিত করা হয়েছে। 

এদিকে বায়ুদূষণের তালিকায় বিশ্বের ১০০ টি দেশের মধ্যে, ১৮৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু, ১৭১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, ১৬৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন শহর এবং পঞ্চম অবস্থানে থাকা পাকিস্তানের লাহোর শহরের স্কোর ১৬১।

১০১ থেকে ১৫০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়েছে।

Share This