রাশিয়ার ওপর ১৮তম নিষেধাজ্ঞা দিল ইইউ

রাশিয়ার ওপর ১৮তম নিষেধাজ্ঞা দিল ইইউ

নিজস্ব প্রতিবেদক : July 18, 2025

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ১৮তম প্যাকেজ অনুমোদন করেছে ইউরোপীয় কাউন্সিল। কাউন্সিলের ডেনিশ প্রেসিডেন্সি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এই ঘোষণা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘১৮তম নিষেধাজ্ঞা প্যাকেজ গৃহীত হয়েছে।’ এই নথিটি এখন ইইউ’র অফিসিয়াল জার্নালে প্রকাশিত হবে, এরপর নিষেধাজ্ঞাগুলো কার্যকর হবে।

বার্তা সংস্থা তাস জানিয়েছে, এই প্যাকেজের মধ্যে রয়েছে প্রতি ব্যারেল তেলের মূল্যসীমা ৪৭.৬ ডলারে কমানো, নর্ড স্ট্রিম পাইপলাইনের ওপর নিষেধাজ্ঞা আরোপ, রাশিয়ান তেল পরিবহনকারী ১০৫টি ট্যাঙ্কারকে কালো তালিকাভুক্ত করা, ব্যাংকিং খাতের ওপর বিধিনিষেধ, পাশাপাশি দ্বৈত-ব্যবহারের পণ্য ও প্রযুক্তির ওপর রপ্তানি নিয়ন্ত্রণ।

ব্রাসেলসের একটি কূটনৈতিক সূত্র সাংবাদিকদের বলেছেন, রাষ্ট্রদূতরা ১৮তম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদন করেছেন। এটি আগামী কয়েক ঘণ্টার মধ্যে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

ডিপিএ সংবাদ সংস্থা জানিয়েছে, রাশিয়াকে লক্ষ্য করে ইইউ’র নতুন নিষেধাজ্ঞার তালিকায় ৫০ জনের বেশি ব্যক্তি ও কোম্পানি এবং সংস্থাকেও যুক্ত করা হয়েছে।

শুধু তাই নয় নিষেধাজ্ঞা প্যাকেজে ২০টিরও বেশি রাশিয়ান ব্যাংককে ‘সুইফট’ সিস্টেম থেকে বিচ্ছিন্ন করার এবং লেনদেন পরিচালনার ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে।

অপরদিকে, ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কলাস ঘোষণা করেছেন, রাশিয়াকে সমর্থনকারী বেশ কয়েকটি চীনা ব্যাংকের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Share This