ফেনী ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নির্বাচন সভাপতি-মহি উদ্দিন সম্পাদক-তাজুল
ফেনী প্রতিনিধি :
December 29, 2024
ফেনী জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের নির্বাচন (২০২৫- ২০২৭) অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ ঘটিকায়।
ফেনীস্থ হোমপ্লাস কনভেনশন হলে নতুন কমিটির শপথ, অভিষেক ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা/কর্মচারী বোর্ডের ফেনী জেলা চেয়ারম্যান আবদুল মতিন ভূঞার নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচনী বোর্ড এর তত্বাবধানে কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মহি উদ্দিন কে সভাপতি, মোহাম্মদ তাজুল ইসলাম কে সাধারণ সম্পাদক
এবং আজাহার হোসেন শাহ্ কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ফেনী জেলা কমিটি গঠিত হয়।
উক্ত নির্বাচন, শপথ অভিষেক এবং অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তাদের বিদায়ী সংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব এবং চট্টগ্রাম বিভাগীয় মহাসচিব জনাব মোঃ লতিফ মিয়া গাজী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম, ওমর ফারুক, জনাব মোঃ আবদুল মতিন, মোঃ আবদুল মন্নান মিয়া, মোঃ আবদুল কাদের, জনাব মোঃ ফয়জুল ইসলাম (বাচ্চু), মোঃ ইকবাল আহাম্মেদ চৌধুরী, মোঃ তারেক বিন ওয়ালীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অবসরপ্রাপ্ত ছয় জন ভূমি কর্মকর্তা মোঃ হাফিজ উল্যাহ, মোঃ আনিছুর রহমান, আবুল কালাম আজাদ, মোঃ ইলিয়াছ, সফিক আহাম্মদ এবং বাবু কুমুদ বিহারীকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী জেলা সভাপতি মোঃ হাফিজ উল্যাহ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফেনী জেলা সাধরণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম।
Share This