গফরগাঁওয়ে সাদপন্থীদের কার্যক্রম বন্ধে তাবলীগ ও উলামাদের বিক্ষোভ মিছিল

গফরগাঁওয়ে সাদপন্থীদের কার্যক্রম বন্ধে তাবলীগ ও উলামাদের বিক্ষোভ মিছিল

গফরগাঁওয়ে প্রতিনিধি : January 10, 2025

গফরগাঁওয়ে মাওলানা সাদপন্থীদের সকল কার্যক্রম বন্ধের দাবিতে তাবলীগ ও উলামাদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) জুমার নামাজ শেষে গফরগাঁও মিনি স্টেডিয়াম থেকে শুরু হয়ে এই মিছিল পৌরসভার মাঠে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে তাবলীগের সাথী, স্থানীয় আলেম-ওলামা, মাদরাসার শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। তারা মাওলানা সাদপন্থীদের তৎপরতার বিরুদ্ধে স্লোগান দিয়ে কার্যক্রম বন্ধের দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, "মাওলানা সাদপন্থীরা ইসলামের মূল আদর্শের বিপরীতে কাজ করছে। তাদের কার্যক্রম বন্ধ না হলে ধর্মপ্রাণ মুসলিমদের ঈমান ও আমলের ক্ষতি হবে। আমরা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চাই।"

সমাবেশে উপস্থিত বক্তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং উম্মাহর ঐক্যের প্রতি গুরুত্বারোপ করেন।

এসময়ে উপস্থিত ছিলেন, গফরগাঁও উলামা সমিতির সভাপতি হাফেজ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সালমানী, সহ- সভাপতি মাওলানা মনিরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা জহিরুল ইসলাম উসমানী, ইসলামী আন্দোলন বাংলাদেশ গফরগাঁও উপজেলার শাখার সভাপতি মাওলানা জয়নুল আবেদীন, গউসের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহাদী হাসান ও মাওলানা আশরাফ আলী প্রমুখ ।

এ বিষয়ে প্রশাসনের প্রশাসন জানিয়েছেন, আলেমরা যেই প্রস্তাবনা দিয়েছেন তা আমরা উপর মহলে জানিয়েছি। তবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Share This