মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত তিনিই থামিয়েছেন।
বুধবার হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে কথা বলার আগে সাংবাদিকদের ট্রাম্প এ কথা বলেন।
এসময় তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত আমিই থামিয়েছি। আমি পাকিস্তানকে ভালোবাসি। আমি মনে করি, মোদি দারুণ একজন মানুষ। গতরাতে আমি তার সঙ্গে ফোনে কথা বলেছি। আমরা মোদি বা ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চলেছি। আমিই পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ থামিয়েছি।
তিনি বলেন, এই মানুষটি (সম্ভবত আসিম মুনির) সংঘাত থামানোর ক্ষেত্রে পাকিস্তানের দিক থেকে খুবই প্রভাবশালী, মোদি এবং অন্যরা যেমন ছিলেন ভারতের দিক থেকে। দুই দেশই পরমাণু-শক্তিধর দেশ। আমিই তাদের থামিয়েছি। এর জন্য আমি কোনো গল্প বানাইনি।
মোদি-ট্রাম্পের মধ্যে ৩৫ মিনিটের ফোনে কথা হওয়ার পর বুধবার সকালে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিস্রি বলেছিলেন, প্রধানমন্ত্রী মোদি স্পষ্টভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছিলেন, সংঘাতের কোনো পর্যায়েই মার্কিন বাণিজ্যচুক্তি বা ভারত ও পাকিস্তানের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে কথা হয়নি। ভারত ও পাকিস্তানের সেনার মধ্যে সরাসরি আলোচনা হয়েছে। আর পাকিস্তানের অনুরোধেই তা শুরু হয়েছিল।