অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রের নতুন আদমশুমারিতে অন্তর্ভুক্ত হবে না

অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রের নতুন আদমশুমারিতে অন্তর্ভুক্ত হবে না

আন্তজার্তিক ডেস্ক : August 08, 2025

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি নির্দেশ দিয়েছেন যেন অবৈধ অভিবাসীদের নতুন আদমশুমারিতে আর গণনায় রাখা না হয়। দেশটিতে প্রতি ১০ বছর অন্তর এই আদমশুমারি অনুষ্ঠিত হয় এবং এটি জনসংখ্যা, সরকারি তহবিল বণ্টন ও কংগ্রেসীয় আসন বণ্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ট্রাম্প এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, যারা আমাদের দেশে অবৈধভাবে রয়েছে, তারা আদমশুমারিতে গণ্য হবে না।

তিনি আরও জানান, কমার্স ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছেন যাতে তারা আধুনিক তথ্য ও ২০২৪ সালের নির্বাচনের ফলাফলের ভিত্তিতে একটি নতুন ও সঠিক জরিপ তৈরি করে। পরবর্তী আদমশুমারি ২০৩০ সালে হওয়ার কথা।

ট্রাম্প এর আগেও ২০১০ সালের আদমশুমারিতে নাগরিকত্ব সংক্রান্ত একটি প্রশ্ন যুক্ত করতে চেয়েছিলেন, কিন্তু সে উদ্যোগ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ২০১৯ সালে বাতিল করে দেয়।

বিশেষজ্ঞ ও সমালোচকদের মতে, অভিবাসীদের বাদ দিলে অনেক এলাকা ফেডারেল ফান্ডিং ও কংগ্রেসীয় প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হবে।

ট্রাম্প বর্তমানে তিনজন বিচারপতি নিয়োগ দিয়েছেন, ফলে আদালতের গঠন এখন অধিক রক্ষণশীল।

যদি নতুন আদমশুমারির নীতি চ্যালেঞ্জ করা হয়, ফলাফল এবার ভিন্ন হতে পারে।

 

Share This