ইসরাইলের দুটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

ইসরাইলের দুটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

আন্তজার্তিক ডেস্ক : June 14, 2025

ইসরাইলের দুটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইরান। এছাড়া ভূপাতিত যুদ্ধবিমানগুলোর একটির পাইলটকেও আটক করা হয়েছে বলে দাবি করেছে ইরানি সেনাবাহিনী।

এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দুটি ইসরাইলি এফ-৩৫ যুদ্ধবিমান এবং বিপুল সংখ্যক মাইক্রো এয়ার যান সফলভাবে ভূপাতিত করেছে।

অন্যদিকে তেহরান টাইমস বলছে, শুক্রবার ইরানের আকাশসীমা লঙ্ঘনকারী দুটি এফ-৩৫ ইসরাইলি যুদ্ধবিমানকে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করেছে।  সেইসঙ্গে একজন পাইলটকেও আটক করা হয়েছে, তিনি বিমান থেকে বেরিয়ে এসে প্যারাসুট দিয়ে ইরানের ভূখণ্ডে প্রবেশ করে বলে জাতীয় টেলিভিশনে বক্তব্য দেন ইরানি সেনাবাহিনীর একজন কর্মকর্তা।

শুক্রবার ইরানের বিভিন্ন পরমাণু কর্মসূচির কেন্দ্র লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইসরাইল।  এতে ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন।  তাদের মধ্যে ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামির মৃত্যু নিশ্চিত করা হয়েছে। কর্মকর্তা ও বিজ্ঞানীদের পাশাপাশি রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরির মৃত্যু নিশ্চিত করেছে।

ইসরাইলের এ হামলার জবাবে তেল আবিবে পালটা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান।

Share This