ইসরাইলের লক্ষ্য খামেনিকে ‘শেষ করে দেওয়া’: প্রতিরক্ষামন্ত্রী

ইসরাইলের লক্ষ্য খামেনিকে ‘শেষ করে দেওয়া’: প্রতিরক্ষামন্ত্রী

আন্তজার্তিক ডেস্ক : June 19, 2025

সরাইলের প্রতিরক্ষামন্ত্রী এসরাইল কাৎজ বলেছেন, খামেনির মতো ব্যক্তি সবসময়ই তার এজেন্টদের মাধ্যমে ইসরাইলকে ধ্বংস করতে চেয়েছেন। এই লোকটিকে আমাদের আক্রমণ করছে। তাকে শেষ করে দেওয়া আমাদের লক্ষ্য। তাকে নির্মূল করা দরকার কারণ এর আগেও তিনি ইসরাইলের ধ্বংসের কথা বলছিলেন। খবর আল-জাজিরার।

 

ইসরাইল গত সপ্তাহে হামলা শুরুর পর বলেছিল, ইরানে সরকার পরিবর্তন করা তাদের লক্ষ্য এখন বলছে খামেনিকে ‘হত্যা’র কথা।

শুক্রবার ইসরাইল ইরানে হামলা শুরুর পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি ইংরেজি ভিডিওতে ইরানিদের উদ্দেশে বলেছিলেন, তিনি আশা করেন সামরিক অভিযান ‘তোমাদের স্বাধীনতা অর্জনের পথ পরিষ্কার করবে’।

 

 

 

Share This