ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

আন্তজার্তিক ডেস্ক : June 12, 2024

ভারতের নতুন সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আগামী ৩০ জুন বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডের স্থলাভিষিক্ত হবেন তিনি।

মঙ্গলবার (১১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩০ জুন অবসর নেবেন বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে। সে দিনই লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী তার স্থলাভিষিক্ত হবেন।

বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর সহকারী প্রধান (‘ভাইস চিফ অব আর্মি স্টাফ’ বা ভিসিওএএস) পদে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী।

উল্লেখ্য, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ভারতীয় সেনাবাহিনীর ‘ভাইস চিফ অব আর্মি স্টাফ’ পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী। আর এর চার মাসের মধ্যেই সেনাপ্রধান হিসেবে পদোন্নতি পেলেন তিনি।

আ/ম

Share This