কাল থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস/মিসেস ইন্টারন্যাশনাল ওমেন অফ সাবস্টানস অফ দুবাই
বিশেষ সংবাদদাতা
April 26, 2023
আগামী ২৭-৩০ এপ্রিল দুবাইতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস/ মিসেস ইন্টারন্যাশনাল ওমেন অফ সাবস্টানস অফ দুবাই। এতে বাংলাদেশ থেকে শো অর্গানাইজার এবং অফিসিয়াল ফটোগ্রাফার সুমন হোসেন।
ডিজাইনার হিসেবে অংশ নিচ্ছেন রাতুল, মারিয়া মিক্কা এবং রিয়াজ। বাংলাদেশ থেকে মডেল হিসেবে অংশ নিবে রাকা জামান ও মুন্নি। দুবাই, ভারত এবং বাংলাদেশ এ তিনটি দেশ এই রিয়েলিটি শো তে অংশ নিবে।
এ প্রসঙ্গে সুমন হোসেন দৈনিক সময় সংবাদকে জানান, দেশের বাহিরে বরাবরের মতই কাজ করে যাচ্ছি সুনামের সাথে। সবাই দোয়া করবেন, যেন আমাদের প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন করতে পারি। এছাড়া আগামীতে যেন আরও মানসম্মত কাজ উপহার দিতে পারি। উল্লেখ্য সুমন হোসেন বাংলাদেশের ফ্যাশন ফটোগ্রাফিতে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন। বর্তমানে দেশ ও দেশের বাহিরে সবখানেই তার কাজের চাহিদা রয়েছে। নিজেকে অনন্যরূপে প্রতিষ্ঠা করতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷
Share This