সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় মারা গেছেন

সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় মারা গেছেন

বিনোদন ডেস্ক : February 15, 2025

‘আমি বাংলায় গান গাই’ গানের শিল্পী প্রতুল মুখোপাধ্যায় মারা গেছেন। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। 

মৃত্যুকালে প্রতুল মুখোপাধ্যায়ের বয়স হয়েছিল ৮২ বছর।

জানা যায়, অন্ত্রের অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হন প্রবীণ এই শিল্পী। শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার রাতে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। দীর্ঘ লড়াইয়ের পর শনিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্ম প্রতুল মুখোপাধ্যায়ের। তার বাবা প্রভাতচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন শিক্ষক। দেশভাগের পর তার পরিবার চুঁচুড়ায় বসবাস শুরু করে।

Share This