ময়মনসিংহে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি : January 25, 2025

ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকা থেকে ২১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

শনিবার (২৫ জানুয়ারি) কোতোয়ালী থানা এলাকায় সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডস্থ ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের সম্ভুগঞ্জ রেলক্রসিং এর পূর্ব পাশে একটি চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় র‍্যাব সদস্যরা মোঃ চান মিয়া (৬০) ও খায়রুল ইসলাম ওরফে রতন (১৯) নামের দুই মাদক ব্যবসায়ীকে ২১ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। 

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৩,১৮,০০০/- (তিন লক্ষ আঠারো হাজার) টাকা বলে জানানো হয়েছে।

এ ঘটনায় কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের এবং মাদকদ্রব্য আলামত হিসেবে থানায় হস্তান্তর করা হয়েছে।

Share This