নোরা ফতেহি করোনা আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক
December 31, 2021
বলিউড অভিনেত্রী নোরা ফতেহি করোনায় আক্রান্ত হয়েছেন। সব ধরনের সাবধানতা এবং কোভিড বিধি মেনে আপাতত নিভৃতবাসে তিনি। নোরার তরফে তাঁর মুখপাত্র একটি বিবৃতি জারি করছেন। সেখানে বলা হয়েছে, ‘২৮ ডিসেম্বর নোরার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তখন থেকেই কোভিড বিধি মেনে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে নোরা নিভৃতবাসে রয়েছেন। নিয়ম এবং সাবধানতা মেনে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-কেও সাহায্য করছেন তিনি।’
নোরা নিজেও অনুরাগীদের কোভিড আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত আমি কোভিডের সঙ্গে লড়াই করছি। কোভিড আমাকে বড় ধাক্কা দিয়েছে। কয়েক দিন ধরে শয্যাশায়ী ছিলাম। আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে আছি। সকলে দয়া করে সাবধানে থাকুন। মাস্ক পড়ুন। যে কোনও মানুষেরই এই রোগটি হতে পারে। আমি সুস্থ হওয়ার চেষ্টা করছি। নিজের স্বাস্থ্যকে সব চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। সকলে নিজের খেয়াল রাখুন, ভাল থাকুন।’
প্রসঙ্গত, বুধবার অর্জুন কপূর, খুশি কপূর এবং অংশুলা কপূরের কোভিড আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। তার কয়েক দিন আগেই আক্রান্ত হয়েছিলেন করিনা কপূর খান এবং অমৃতা অরোরা। বলিউডে ফের বাড়ছে করোনা আতঙ্ক। এ বার তালিকায় জুড়ল নোরার নাম।
Share This