গফরগাঁওয়ে সিএনজি দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

গফরগাঁওয়ে সিএনজি দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

ময়মনসিংহ প্রতিনিধি December 04, 2024

ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার ভারইল এলাকায় গফরগাঁও-ভালুকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম আহাম্মদ জিদান (২২) নান্দাইল উপজেলার মহেশকুড়া গ্রামের মো. রুহুল আমিনের ছেলে।

পুলিশ জানায়, নিহত জিদান পিওএম ঢাকা দক্ষিণে কর্মরত ছিলেন। ভালুকা থেকে গফরগাঁও হয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে  দুর্ঘটনায় তিনি নিহত হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মুন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই পুলিশ সদস্য ফাহিম আহাম্মদ জিদানের মৃত্যু হয়।

Share This