পূজায় তমালিকার নতুন গান

পূজায় তমালিকার নতুন গান

ডেস্ক রিপোর্ট September 30, 2022

চলতি সময়ে দেশের প্রগতিশীল কণ্ঠশিল্পী তমালিকা। এবারের দুর্গাপূজা উপলক্ষে কণ্ঠ দিয়েছেন ‘শুধু প্রিয়জন’ শিরোনামের নতুন একটি গানে। গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন উজ্জ্বল সিনহা। 

 

গানটির প্রসঙ্গে তমালিকা বলেন, শ্রোতারা যেহেতু আমার গান পছন্দ করেন তাই শ্রোতাদের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। আর এ কারণেই তাদের কথা চিন্তা করে অনেক যত্ন ও সময় নিয়ে দুর্গাপূজায় এই গানটি করেছি। এক কথায়, গানটির ব্যাপারে আমি ভীষণ আশাবাদী। আর গানটির ভিডিওতে দর্শক-‘শ্রোতা আমাকে পাবে নতুন রূপে, নতুন লুকে। গানটির সাথে সামঞ্জস্য রেখেই কলকাতার বিভিন্ন লোকেশনে দৃষ্টিনন্দন ভিডিও নির্মাণ করা হয়েছে।

কলাকাতার জনপ্রিয় নির্মাতা জে জে সুমন গানটির ভিডিও নির্মাণ করেছেন। আগামী ২ অক্টোবর ম্যেম প্রডাকশনের ইউটিউবে চ্যানেলে গানটি প্রকাশ হবে। 

‘শুধু প্রিয়জন’ শিরোনামের গানটি ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তমালিকার আরও তিনটি মিউজিক ভিডিও।

Share This