দেশে প্রথমবার শনাক্ত হলো রিওভাইরাস। পাঁচ জনের শরীরে এ ভাইরাস পেয়েছে ইনস্টিটিউট অব এপিডেমিওলোজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)।
আইইডিসিআর জানিয়েছে, আক্রান্ত সবাই ঢাকার বাসিন্দা। তারা চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নতুন করে তাদের শরীরে কোনো জটিলতায় নেই। ভাইরাসটি নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানানো হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সম্প্রতি নিপাহ ভাইরাসের মতো উপসর্গ দেখানো ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচ জনের শরীরে ব্যাট রিওভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি জাননা, এই ভাইরাসের প্রকৃতি অনেকটা করোনা ভাইরাসের মতো। তবে আতঙ্কিত হওয়ার মতো কিছু। এই ভাইরাস সাধারণত কাশি ও হাঁচির মাধ্যমে ছড়ায়। এর উপসর্গগুলোর মধ্যে রয়েছে- শ্বাসকষ্ট, জ্বর, মাথাব্যথা, বমি এবং ডায়রিয়া। গুরুতর ক্ষেত্রে এটি নিউমোনিয়া বা এনসেফালাইটিস (মস্তিষ্কে প্রদাহ) সৃষ্টি করতে পারে। শিশু এবং বয়স্করা এই ভাইরাসে বেশি ঝুঁকিপূর্ণ।
বিশ্বে প্রথম রিওভাইরাস শনাক্ত হয় ১৯৫০ সালে। প্রতিবছর শীতকালে এ ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ে।